মোঃ শাহজাহান বাশার
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।
নোটিশে নির্দিষ্ট অভিযোগগুলোর বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী কর্তৃপক্ষের সূত্র জানায়, আচরণ বিধিমালার কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠায় এ শোকজ জারি করা হয়। বিষয়টি যাচাই-বাছাই শেষে ড. রেজা কিবরিয়ার জবাব সন্তোষজনক না হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে।