শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার এলাকার আবেদীন অটো রাইস মিল মাঠে এ খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক।
এ সময় তাহিরপুর উপজেলা বিএনপি, বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাদাঘাট বাজার শাখা ও বড়দল উত্তর ইউনিয়ন শাখার উদ্যোগে এ খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।