মুমিনুল ইসলাম মনিয়া কানাইঘাট উপজেলা প্রতিনিধি
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং সেই সাথে মানুষের কল্যাণে পুলিশের নানাবিধ কাজের অংশ হিসাবে সিলেট জেলা পুলিশ সবসময় তৎপর রহিয়াছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের দিক নির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্বে এসআই(নিঃ) হাফিজুর রহমান, এসআই(নিঃ) শাহ আলম, এসআই(নিঃ) আমিনুল ইসলাম, এএসআই(নিঃ) এরশাদ আলী সঙ্গীয় ফোর্সসহ ইং ১৯/০৪/২০২৫ তারিখ দিবাগত রাত্রে কানাইঘাট থানা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে কানাইঘাট থানার মামলা নং-০১(০২)২৫ এর তদন্তে প্রাপ্ত আসামী ১। জাহিদুল ইসলাম রুবেল (৩৮), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-দূর্গাপুর, থানা-কানাইঘাট, জেলা-সিলেট, কানাইঘাট থানার মামলা নং-১০(০৪)২৫ এর এজাহারনামীয় আসামী ২। শাহাব উদ্দিন (২৭), পিতা-মৃত নুরুল হক, সাং-জয়ফৌদ, থানা-কানাইঘাট, জেলা-সিলেট এবং কানাইঘাট সিআর-২৪১/১৮ এর সাজাপ্রাপ্ত আসামী ৩। মোঃ ইয়াহইয়া, পিতা-মৃত আতাউর রহমান, সাং-পূর্ব পাত্রমাটি, থানা-কানাইঘাট, জেলা-সিলেট, কানাইঘাট সিআর-২৫৮/২৪, দায়রা-৭৯৫/২৪ এর সাজাপ্রাপ্ত আসামী ৪। রেজওয়ানুল করিম, পিতা-কুতুব আলী, সাং-গর্দনাকান্দি, পোঃ সীমার বাজার, থানা-কানাইঘাট, জেলা-সিলেট ও কানাইঘাট থানার জিডি নং-৮৭৪, তারিখ-২০/০৪/২০২৫ইং মূলে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারা মোতাবেক আসামী জুবেল আহমদ (২৪), পিতা-সুরুজ আলী, সাং-পুটিজুরি, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটদেরকে গ্রেফতার করেন। উক্ত আসামীদেরকে অদ্য ২০/০৪/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।