সালমান চৌধুরী, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারায় মোহাম্মদ জুনায়েদ রহমান আদিল নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সে সাবেক আনোয়ারা বোয়ালিয়া হোসাইনিয়া মাদ্রাসার ছাত্র। গত ১১ই এপ্রিল আনোয়ারা ৬নং বারখাইন ১নং ওয়ার্ডের ঝিওরী গ্রামের মাজার গেইট এলাকার নিজ বাড়ি থেকে সকাল ৮টায় কাউকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। তার বয়স আনুমানিক ১৩ বছর। তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও প্যান্ট। উচ্চতা ৫ ফুট,গায়ের রং ফর্সা। পাশের বাড়ির মাল্টিপ্লাগ ভেঙ্গে ফেলায় ঘরে কাউকে কিছু না বলেই পালিয়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ আদিলের পিতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও মাতা মরিয়ম আকতার বলেন, আমাদের ঘরের পশ্চিমে মোস্তাক আহমেদ’র বাড়িতে প্রতিদিনের মতো ঐদিনও আমার ছেলে ও তার বন্ধুরা সবাই মিলে খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে ওই ঘরের একটি ইলেকট্রিকের মাল্টিপ্লাগ ভেঙে যায়। মাল্টিপ্লাগ ভেঙে যাওয়ায় আমার ছেলে হতভম্ব হয়ে পড়ে। আমরা তাকে বকাঝকা করবো, সে ভয়ে সে ঘরে আর ফিরে আসে নাই। পরবর্তীতে জানা যায় সে গাড়িতে করে উঠে কোথাও চলে যায়। আমরা মনে করছিলাম কোন আত্মীয়-স্বজনের বাড়িতে গেছে। কিন্তু প্রত্যেক আত্মীয়-স্বজনের বাড়িতে ফোন করে খবর নিয়ে জানা যায়, সে কারো বাড়িতে এখনো যায় নাই। চারিদিকে খোঁজাখুঁজি করার পরে না পাওয়াতে আনোয়ারা থানার দারস্ত হই।
গত ১৫ ই এপ্রিল ২৫ইং আনোয়ারা থানা অভিযোগ দায়ের করে। জিডি ট্রাকিং নং 375TED,জিডি নং ৬৯৯
অভিযোগ দায়ের কারী মোঃ জাহাঙ্গীর আলম,নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ রহমান আদিলের পিতা।
রিপোর্ট: সালমান চৌধুরী,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
তাং: ১৭/০৪/২৫ইং,০১৩০২০৫৯৯৪০।