মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ বগুড়া, ১৫ এপ্রিল:ৎ বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই হাজার পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক-সার্কেল এ অভিযান পরিচালনা করে। সদর থানাধীন ঢাকা-রংপুর মহাসড়কের ছিলিমপুর ১ম বাইপাস এলাকায় বগুড়া ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রাজিউর রহমান। তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম-পরিচয় এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।