সালমান চৌধুরী,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামে মায়ের চোখের সামনেই নালায় হারিয়ে গেল ছয় মাসের শিশু, বাঁচার আশা ক্ষীণ। বেপরোয়া গতির অটোরিকশা,কারণেই এই দুর্ঘটনা। ঘটনাটি ঘটে আজ শুক্রবার চট্টগ্রাম শহরের চকবাজারের কাপাসগোলা এলাকায়। ব্যাটারিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। অটোরিকশায় থাকা নারী এবং তার ছয় মাস বয়সী শিশুসহ তিনজন পড়ে যান পানির স্রোতে। দুজনকে উদ্ধার করা গেলেও শিশুটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পরপরই অটোরিকশাচালক পালিয়ে যান। চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ হওয়ার ঘটনা এই প্রথম নয়। গত বছরের জুনেও নালায় পড়ে স্রোতে তলিয়ে যায় ৭ বছরের ১ শিশু।
আজ শুক্রবার রাত ৮টার দিকে নবাব হোটেলের পাশের নালায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। জলাবদ্ধতা নিরসনের চলমান প্রকল্পের কারণে নালার পাশের নিরাপত্তাবেষ্টনী খুলে রাখা হয়েছিল।
সংবাদটি লেখার আগ পর্যন্ত
রাত ১২টায়ও নালায় পড়ে যাওয়া শিশুটির কোনো খোঁজ মেলেনি। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা উদ্ধার তৎপরতা কাজ চলমান রেখেছেন।
নিখোঁজ শিশুটির নাম সেহলিজ। তার মা সালমা বেগম জানান, তারা কাপাসগোলায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। ফেরার পথে অটোরিকশা ঘোরাতে গিয়ে সেটি খালের মধ্যে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, অটোরিকশা উল্টে মা ও শিশুসহ তিনজন পানিতে পড়ে যান। স্থানীয় লোকজনের সহায়তায় দুই নারী ওঠে এলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়।
সূত্রে জানা যায়, খালটি ‘হিজড়া খাল’ নামে পরিচিত। সেখানে আবর্জনার স্তূপ জমে থাকায় পানির স্রোত আরও জটিল আকার ধারণ করেছে।
রিপোর্ট : সালমান চৌধুরী, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
তা: ১৮/০৪/২৫ইং।