পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া থানার আয়োজনে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় থানা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এই বিশেষ অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও পুলিশ কর্মকর্তারা একত্রিত হয়ে নিরাপত্তা, অপরাধ দমন এবং জনস্বার্থে নানা বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে পুলিশ সাধারণ জনগণের সমস্যা শোনেন এবং তাদের সুরক্ষা নিয়ে বিভিন্ন দিক থেকে আলোচনা করেন। পাশাপাশি, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কীভাবে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, সে বিষয়ে পরিকল্পনা তুলে ধরা হয়।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মোঃ জিয়াউদ্দিন এর সভাপতিত্বে এস আই জাফরুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার সভাপতি আলহাজ্ব বাদশা জোমাদ্দার,
পৌর বিএনপি’র আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান হাওলাদার,মোহতামিম মুফতী জাকারিয়া আল কাশেমি ,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসাইন ইদ্রিস প্রমুখ।