স্টাফ রিপোটারঃ মোঃ জাফর হোসেন
নলছিটি (ঝালকাঠি), ১৬ ডিসেম্বর ২০২৫: মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের নেতৃত্বে এই মানবিক উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সকাল থেকে রোগীদের সেবা প্রদান করেছেন। শত শত স্থানীয় বাসিন্দা এই ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন। বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্রদলের এই কর্মসূচি জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ফ্রী মেডিকেল
ক্যাম্পে বক্তব্য রাখতে গিয়ে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকারের প্রতীক। এই দিনে জনগণের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো সবসময় জনকল্যাণে নিবেদিত। ছাত্রদলের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই মানবসেবামূলক কর্মসূচি স্থানীয় জনগণের কাছে ব্যাপক প্রশংসা লাভ করেছে।