মোঃ ইলিয়াছ খান
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আলফাডাঙ্গা ডায়াবেটিস সমিতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএল সি আলফাডাঙ্গা শাখার আয়োজনে আজ সকালে ব্যাংকের সেমিনার হলে এই আয়োজন করা হয়।
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ এর প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন। এ উপলক্ষে ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের মাঝে সচেতনতা তৈরি করতে এই আয়োজন করা হয়।
আলফাডাঙ্গা ডায়াবেটিস সমিতির সভাপতি রহমান মকবুলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এ্যসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আলফাডাঙ্গা শাখার প্রধান মোঃ তকিয়ার রহমান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আব্দুল্লাহ আল মামুন।

ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, ডায়াবেটিস মহামারী আকার ধারণ করেছে। আমরা যারা দীর্ঘ সময় অফিস করি তাদের সচেতন হওয়া প্রয়োজন । নিয়মিত রক্তের গ্লুকোজ মাপাসহ নিয়মিত শরীরচর্চা করা, পরিমাণ মতো খাদ্যের অভ্যাস ও দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করার চেষ্টা করা উচিত
প্রধান বলেন কর্মক্ষেত্র ে বা অফিসের সবাই কাদের পাশাপাশি যদি নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া যায় তাহলে অনেক জটিল সমস্যা ও তাড়ানো সম্ভব।
সভাপতি রহমান মুকুল ডায়াবেটিক সম্পর্কে সচেতনতা বিদ্যুতে সকলের একসাথে কাজ করার আহ্বান জানান
ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইচ প্রেসিডেন্ট ও আলফাডাঙ্গা শাখার ম্যানেজার অপারেশন মোঃ শামসুল আলমের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ হাবিব হাসান, কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম কর্মকর্তা মোহাম্মদ আকবর আলী মোঃ আমির হোসেন মোহাম্মদ সোহেল রানা সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ।