সহ-সম্পাদক, দৈনিক যুগান্তর বাংলাদেশ :
দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারা বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন করা হয়েছে। উপজেলায় সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচী শুরু করা হয়। পরে সেখানে “এসো হে বৈশাখ” গান গেয়ে পহেলা বৈশাখকে বরন করে নেয়া হয়। বাংলা ১৪৩২ সন কে।
সকলকে নিয়ে বের করা হয় র্যালী। র্যালীটি উপজেলা সদর সড়ক প্রদক্ষিন করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়া জনাবা তাহমিনা আক্তার,আনোয়ারা উপজেলায় এসিল্যান্ড (ভূমি) হোসাইন মোহাম্মদ, আনোয়ারা থানা(ওসি) মনির হোসেন,উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা কৃষি কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ ডিজিএম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এরপর সকাল ১১ টায় বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশের আয়োজন করেন উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ।