জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার, ঢাকা
ঢাকার কামরাঙ্গীরচরে অল্প সময়ের মধ্যেই ডলফিন হাসপাতাল স্থানীয়দের আস্থা অর্জন করেছে। উন্নত চিকিৎসা সেবা, অভিজ্ঞ চিকিৎসক দল এবং আধুনিক সরঞ্জামের ব্যবহার এ হাসপাতালটিকে এলাকাবাসীর প্রথম পছন্দের সেবাকেন্দ্রে পরিণত করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় এই হাসপাতালে চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম। দরিদ্র রোগীদের জন্য রয়েছে বিশেষ ছাড় এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শের ব্যবস্থা। বিশেষ করে জরুরি চিকিৎসা সেবায় হাসপাতালটির ভূমিকা প্রশংসনীয়। রোগীরা জানাচ্ছেন, ২৪ ঘণ্টা খোলা ইমার্জেন্সি ইউনিট ও অ্যাম্বুলেন্স সুবিধার কারণে তারা দ্রুত সেবা পাচ্ছেন।
হাসপাতালের চিকিৎসক দলের মধ্যে রয়েছেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা। অত্যাধুনিক ল্যাব ও ডায়াগনস্টিক সরঞ্জামের মাধ্যমে দ্রুত ও নির্ভুল রিপোর্ট সরবরাহ করা হচ্ছে, যা রোগ নির্ণয় ও চিকিৎসার মানকে আরও উন্নত করেছে।
এলাকার এক বাসিন্দা বলেন, “চিকিৎসার জন্য আর দূরে যেতে হয় না। ডলফিন হাসপাতালে সময়মতো চিকিৎসা পাচ্ছি, তাই আমরা স্বস্তিতে আছি।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগীর আস্থা ও সন্তুষ্টিই তাদের মূল লক্ষ্য। কর্তৃপক্ষের ভাষায়, “আমরা চাই, এখানে এসে প্রত্যেক রোগী যেন মানসম্মত চিকিৎসা সেবা পান। নিম্ন আয়ের মানুষদের জন্যও সহজলভ্য সেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ডলফিন হাসপাতালের পরিচালক জানান, শিগগিরই এখানে আরও উন্নত আইসিইউ ইউনিট, শিশু বিভাগ ও হৃদরোগ কেন্দ্র চালু করা হবে। পাশাপাশি স্থানীয়দের জন্য স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ও নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।
অল্প খরচে মানসম্মত চিকিৎসা, দ্রুত জরুরি সেবা এবং রোগীর প্রতি আন্তরিক আচরণের কারণে ডলফিন হাসপাতাল বর্তমানে শুধু কামরাঙ্গীরচর নয়, আশপাশের এলাকার মানুষেরও আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।