সালমান চৌধুরী,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারার শাশুড়ি হত্যা মামলার মূল আসামি মো. হেলাল উদ্দিন মানিককে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। গত রবিবার (১৩ এপ্রিল) রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, চলতি বছরের ৯ই মার্চ (রবিবার) ভোরে স্ত্রীর সাথে ঋণের টাকা নিয়ে বাকবিতন্ডায় জড়ায় অভিযুক্ত মানিক। এর জের ধরে তার স্ত্রী চাকরিতে চলে গেলে শাশুড়িকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে।
শাশুড়িকে হত্যা করে পালিয়ে যায় হেলাল উদ্দিন মানিক। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে গতরাতে কক্সবাজার থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্ট : সালমান চৌধুরী ,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
তাং: ১৪/০৪;২৫ইং,০১৩০২০৫৯৯৪০।