মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ মোশারফ হোসেন বলেছেন, ভোট নিয়ে কোনো জোর জবরদস্তি চলবে না। বিগত ১৭ বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমরা আমাদের পছন্দমতো ভোট দিতে পারিনি। এখন দিন বদলের সময় এসেছে। আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো।
গতকাল সোমবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পাঠান বৈশাখী মেলার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় জনগণের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে আগেও ক্ষমতায় এসেছে এবং আগামীতেও জনগণের ভোটেই ক্ষমতায় আসবে।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সুশান্ত কুমার শান্ত, হাসেম আলী, আব্দুল হাকিম, রেজাউল করিম, মাসুদ রানা মজিদ, আলহাজ্ব নজরুল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল মুমিন, মেহেরুল ইসলাম, কুদ্দুস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।