সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৬ই এপ্রিল ২০২৫ (বুধবার) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কপোর্রেশন (বিএডিসি) হলরুমে ২০২৪—২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সাফরমেশন ফর নিউট্রিশন এন্টার প্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিন ব্যাপী “কৃষক এঅচ সার্টিফিকেশন বিষয়ক কৃষক—কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। “কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্য সামনে রেখে কৃষক—কৃষাণী উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন করেন, জয়পুরহাটন জেলা অতিরিক্ত উপ—পরিচালক ডিএই রাহেলা পারভীন, প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন জয়পুরহাট জেলা অতিরিক্ত উপ—পরিচালক শহিদুল ইসলাম, কালাই উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায় ও অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান। অত্র উপজেলার বিভিন্ন এলকার কৃষক—কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।