মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ বগুড়ার কাহালু থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কাহালুর জয়তুল গ্রামের বহুল আলোচিত মৎস্যচাষী সেকেন্দার আলী হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি মেহেদী হাসান (২৮)কে জয়তুল গ্রাম থেকে মাদকসহ গ্রেফতার করেছেন । এ সময় তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন ও ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান কাহালু সদর ইউনিয়নের জয়তুল পশ্চিম পাড়ার আব্দুল হান্নানের পুত্র।
থানা পুলিশ জানান , এ ছাড়াও মেহেদী হাসানের বিরুদ্ধে, গাড়ি ভাঙচুর সহ একাধিক মামলা রয়েছে।আজ সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।