কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট থানা পুলিশ বাস গাড়ী আটকে ডাকাতি ঘটনার মামলার আসামী চিহ্নিত অপরাধী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র শাহাব উদ্দিন (৩২) কে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের নেতৃত্বে একদল পুলিশ গত মঙ্গলবার রাতে সুরইঘাট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন।
কানাইঘাট বাস স্ট্যান্ডের ম্যানেজার ফিরোজ মিয়া জানান, গত ১৬ ফেব্রুয়ারী রাত দেড়টার দিকে স্থানীয় লোভাছড়া চা-বাগান এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী রেখে যাত্রিবাহী বাস গাড়ী ফেরার পথে কালিনগর গ্রামের পয়েন্টে গ্রেফতারকৃত শাহাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন কালিনগর গ্রামের পয়েন্টে পাকা রাস্তায় গাছ ফেলে বাস গাড়ীটি থামায়। এ সময় তারা বাস গাড়ীর চালক ইলিয়াস আলীকে জিম্মি করে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সিলেট তামাবিল লাইনের বাস চালক ইলিয়াস আলী বাদী হয়ে শাহাব উদ্দিন সহ ৫ জনকে আসামী করে সে সময় কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শাহাব উদ্দিন সহ মামলার আসামীরা আত্মগোপনে চলে যায়। থানা পুলিশ মামলার আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রাখে। মঙ্গলবার রাতে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানতে পারেন, মামলার আসামী শাহাব উদ্দিন সুরইঘাট এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক থানা পুলিশকে সাথে নিয়ে শাহাব উদ্দিনকে গ্রেফতার করেন ওসি আব্দুল আউয়াল। ধৃত আসামীকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে পুলিশ।
স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত শাহাব উদ্দিন দীর্ঘদিন থেকে এলাকায় চুরি, ডাকাতির মতো ঘটনা সহ বহু অপরাধের সাথে জড়িত রয়েছে। প্রভাবশালী একটি চক্রের সেল্টারে এলাকায় নানা অপরাধ কর্মকান্ড করত সে। এক ব্যক্তির কয়েক মণ রড চুরির ঘটনায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। শাহাব উদ্দিনকে থানা পুলিশ গ্রেফতার করায় এলাকার লোকজন স্বস্থির নিঃশ^াস ফেলেছেন। বাস গাড়ি থামিয়ে টাকা লুট সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত গ্রেফতারকৃত শাহাব উদ্দিনকে পুলিশি রিমান্ডে এনে তার সেল্টারদাতাদের চিহ্নিত করার দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।
অপরদিকে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এফআইআর ভুক্ত আসামী দর্পনগর পশ্চিম গ্রামের মৃত অলিউর রহমানের পুত্র ইব্রাহিম আলী (৩২) কে গ্রেফতার করে।